welcome to scl and menu

AS-SALAMU ALAIKUM ------------------ WELCOME TO ''SHAHPUR CHAMPION LEAGUE'' OFFICIAL WEBSITE.


শাহপুর চ্যাম্পিয়ন লীগ ২০২০ এর ৫ম তম আসরে ২য় বারের মত চ্যাম্পিয়ন হওয়ায় “নর্থ শাহপুরকে” এস.সি.এল এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। এবং রানার্সআপ টিম “সাউথ শাহপুরের” জন্য রইল পরবর্তী বছরের শুভকামনা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো 'শাহপুর চ্যাম্পিয়ন লীগ ২০১৯ এর।


জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী গ্রাম হবিবপুরের শাহপুর পাড়ায় অনুষ্ঠিত হল "শাহপুর  চ্যাম্পিয়ন লীগ ক্রিকেট" এর ৪র্থ তম ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার দুপুরে (২ ঘটিকায়) স্থানীয় দলুয়ার হাওরের মাঠে ফাইনাল ম্যাচে "মিডল শাহপুর" কে ১৬ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল "নর্থ শাহপুর" । গত দুই বার তথা ২০১৭ এবং ২০১৮ তে তাঁরা ফাইনালে উপনীত হয়েও শিরোপার দেখা পায়নি। কিন্তু ২০১৯ এ এসে তাঁরা চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। 

নর্থ শাহপুরের হয়ে শাকিল ব্যক্তিগত ব্যাট হাতে ১২ বলে ১৭ রান এবং বল হাতে ১২ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।






পরে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর মান্নানের সভাপতিত্বে ও আবু রাজেক’র পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ চৌধুরী ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী আবু হোরায়রা ছাদ মাষ্টার, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর নুর, সাবেক ইউপি সদস্য আছকন আলী, জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ, আব্দুল জব্বার, আবুল মনসুর সাহাব, ছুরাব আলী যুক্তরাজ্য প্রবাসী রবিউল আলম রবি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আনোয়ার মিয়া, আব্দুল কাইয়ুম, গোলাম রব্বানী, খয়রুল হোসেন, সুহেল আহমদ, আব্দুল হামিদ, আব্দুল খালিক, তারেক মিয়া।

*ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ওয়েষ্ট শাহপুরের অল রাউন্ডার 'রেজু আহমেদ"।

*বেষ্ট ব্যাটসম্যান অব দ্যা টুর্নামেন্ট হন মিডল শাহপুরের 'ফাহিম আহমেদ"।

*বেষ্ট বোলার অব দ্যা টুর্নামেন্ট হন মিডল শাহপুরের পেস বোলার 'রুমেল আহমেদ"।

পরে বিজয়ী ও রার্নাস আপ দলের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

No comments:

Post a Comment